৮ বিলিয়ন পাউন্ড খরচ করলেই কেনা যাবে ম্যানইউ
<![CDATA[
ম্যানচেস্টার ইউনাইটেডের পুরো শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটির স্বত্বাধিকারী গ্লেজার পরিবার। সংবাদমাধ্যম ডেইলি মেইলের বরাতে জানা গেছে, চলতি বছরেই গ্লেজার পরিবার তাদের সম্পূর্ণ শেয়ার বিক্রির আশা করছে। এরই মধ্যে ক্লাবটি কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন ব্রিটেন ধনকুবের স্যার জিম র্যাটক্লিফ। তিন সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হবে ম্যানচেস্টার ইউনাইটেড বিক্রির নিলাম প্রক্রিয়া।
গত বছর নভেম্বরে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এক বিবৃতিতে জানিয়েছিল, ক্লাবটি তাদের কৌশলগত বিকল্প খোঁজার প্রক্রিয়া শুরু করেছে। যে প্রক্রিয়ার অংশ হিসেবে বিবেচনা করা হবে নতুন বিনিয়োগ, বিক্রয় বা কোম্পানির সঙ্গে জড়িত অন্যান্য লেনদেনসহ সব কৌশলগত বিকল্প। ম্যানচেস্টার ইউনাইটেডকে মাঠে এবং বাণিজ্যিকভাবে এগিয়ে নেয়ার জন্যই এমন পদক্ষেপ বলে জানায় কর্তৃপক্ষ। এবার ক্লাবটির স্বত্বাধিকারী গ্লেজার পরিবার আনুষ্ঠানিকভাবে তাদের পুরো শেয়ার বিক্রি করে দেবে বলে এক বিবৃতিতে জানিয়েছে।
ডেইলি মেইলের বরাতে জানা গেছে, চলতি বছরেই গ্লেজার পরিবার তাদের সম্পূর্ণ শেয়ার বিক্রির আশা করছে। গ্লেজার পরিবার ম্যানচেস্টার ইউনাইটেড বিক্রির জন্য যে অর্থ মূল্য হাঁকিয়েছে তা সব মিলিয়ে প্রায় ৮ বিলিয়ন পাউন্ড, যা নিয়ে কোনোরকম সমঝোতায় যেতে রাজি নয় তারা।
আরও পড়ুন:ফাইনালে এক পা দিয়ে রাখল ইউনাইটেড
এরই মধ্যে ব্রিটেন ধনকুবের স্যার জিম র্যাটক্লিফ আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের কেনার ব্যাপারে। এর আগে চেলসি কেনার ব্যাপারেও আগ্রহ দেখিয়েছিলেন তিনি। তবে শেষপর্যন্ত সে চেষ্টায় সফল হতে পারেননি র্যাটক্লিফ। শোনা যাচ্ছে, তিন সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিকভাবে ম্যানচেস্টার ইউনাইটেড বিক্রির নিলাম প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।
২০০৫ সাল থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকানায় আছে যুক্তরাষ্ট্রের গ্লেজার পরিবার। কিন্তু বিগত কয়েক বছর ধরে ক্লাবটির খারাপ সময়ে সমর্থকদের সমালোচনায় মুখে স্বত্বাধিকারী পরিবারটি।
]]>