র্যাঙ্কিং নয়, রোহিতের নজর বিশ্বকাপে
<![CDATA[
নিউজিল্যান্ডকে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করার পরই আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে উঠে আসে ভারত। চলতি বছর ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপের আগে এমন সংবাদে খুশি হওয়ারই কথা ভারতীয় অধিনায়কের। তবে র্যাঙ্কিং নিয়ে চিন্তা করেন না রোহিত শর্মা। তার চোখ আগামী বিশ্বকাপ।
টি-টোয়েন্টিতে আগে থেকেই র্যাঙ্কিংয়ে শীর্ষে ছিল ভারত। এবার নিউজিল্যান্ডকে ঘরের মাঠে ৩-০ তে হারিয়ে ওয়ানডেতেও শীর্ষ স্থানটা নিজেদের করে নিয়েছে রোহিত শর্মার দল। নিউজিল্যান্ডকে হারিয়ে টানা ৭টি ওয়ানডে সিরিজ জিতেছে তারা।
আরও পড়ুন: ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষে সিরাজ
ঘরের মাঠে আসন্ন ওয়ানডে বিশ্বকাপের আগে দলের এমন পারফর্মেন্স সকলকেই স্বস্তি দেবে। ভারতের অধিনায়কেরও দলের এমন পারফর্মেন্স মন জয় করে নিয়েছে। তবে ভারতের দলপতি এটাও জানিয়েছেন, র্যাঙ্কিং নিয়ে মাথা ঘামান না তিনি।
নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রোহিত বলেন, ‘সত্যি বলতে, র্যাঙ্কিং কোনো বিষয় না। এই সিরিজের আগে আমি দেখেছিলাম যে, আমরা চার নম্বরে। প্রথমত, আমি জানি না চারে কীভাবে ছিলাম। আর সত্যিকার অর্থে, আমরা র্যাঙ্কিং খুব একটা দেখিও না। আমরা বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছি। এসব ম্যাচগুলো বড় আসরে প্রস্তুতিতে আমাদের সাহায্য করবে।’
গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সংস্করণেও আধিপত্য দেখিয়েছিল ভারত। কিন্তু শিরোপার লড়াইয়ে তারা সেমিফাইনালে হেরে যায় ইংল্যান্ডের কাছে। রোহিতের আশা, এবার তাদের ভাগ্য বদলাবে।
আরও পড়ুন: কোহলি বনাম টেন্ডুলকার: শুভমানের চোখে এগিয়ে যিনি
রোহিত শর্মা বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এশিয়া কাপ ছাড়া সবই জিতেছিলাম আমরা। সেখানেও ভালো করতে দারুণ আত্মবিশ্বাসী ছিলাম। দুর্ভাগ্যবশত, আমাদের পক্ষে আসেনি ফল, এমনটা হয়। এখন আরেকটি সুযোগ আছে আমাদের সামনে। আমরা শুধু তৈরি থাকতে চাই।’
]]>