কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ে আটক ২ যুবকের বিরুদ্ধে মামলা
<![CDATA[
কুষ্টিয়ার কুমারখালীতে ৪২ পিস ইয়াবাসহ তানভির আহমেদ শাকিব (২১) ও ফজলে রাব্বী (২০) নামের দুই যুবককে আটকের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে কুমারখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ওই মামলা দায়ের করে ডিবি পুলিশ।
এর আগে বুধবার (২৫ জানুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার চাঁদপুর ইউনিয়নের গোবরা মোড় এলাকা থেকে তাদের ইয়াবাসহ আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
আরও পড়ুন: কুষ্টিয়ায় মাদক মামলায় ৬ জনের যাবজ্জীবন
আটক তানভির আহমেদ শাকিব উপজেলার চাঁদপুর ইউনিয়নের চাদপুর মধ্যপাড়া এলাকার ফারুক আহমেদের ছেলে এবং ফজলে রাব্বী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের উজির আলীর ছেলে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন বলেন, ডিবি পুলিশের পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে।
]]>