৪১ বছর বয়সে মা হলেন প্যারিস হিলটন
<![CDATA[
প্রথবাবারের মতো মা হলেন মার্কিন মডেল, গায়িকা, অভিনেত্রী প্যারিস হিলটন। তাও আবার ৪১ বছর বয়সে তিনি মা হয়েছেন। বুধবার (২৫ জানুয়ারি) পুত্র সন্তানের মা হওয়ার খবর জানিয়েছেন এই তারকা।
মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সারোগেসি পদ্ধতিতে মা হয়েছেন প্যারিস। বছর দুয়েক আগে বিনিয়োগ ব্যবসায়ী কার্টার রিউমকে বিয়ে করেছিলেন তিনি। গত বছরের মাঝামাঝি সময়ে এই দম্পতি তাদের পরিবারের নতুন অতিথি নিয়ে আসার ব্যাপারে জানান দিয়েছিলেন। নতুন বছরের প্রথমদিকেই সেই ইচ্ছা পূরণ হলো তাদের।
আরও পড়ুন: ৩০ হাজার ক্রিস্টালে শরীর ঢাকলেন দোজা ক্যাট
পিপলডটকমকে দেয়া এক সাক্ষাৎকারে প্যারিস বলেছেন, ‘মা হওয়া ছিল আমার সব সময়ের স্বপ্ন। আমি খুবই আনন্দিত যে আমি ও কার্টার একে অন্যকে খুঁজে পেয়েছি। আমরা নতুন পরিবার সাজিয়ে তোলার জন্য মুখিয়ে রয়েছি। পুত্র সন্তানের জন্য আমাদের মনে ভালোবাসার কোনো পরিসীমা নেই।’
আরও পড়ুন: ধর্ষণের শিকার হলিউড অভিনেত্রী!
প্রসঙ্গ, ২০১৯ সালের নভেম্বরে প্রেমের সম্পর্কে জড়ানোর আগে ১৫ বছর ধরে পরস্পরের বন্ধু ছিলেন প্যারিস হিলটন এবং কার্টার রিউম। ২০২১ সালের ১৭ ফেব্রুয়ারি নিজের ৪০তম জন্মদিনে কার্টার রিউমের সঙ্গে বাগদান সারেন প্যারিস। এরপর ২০২১ সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
]]>