সহজ লক্ষ্য পেল বাংলাদেশ
<![CDATA[
অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে সুপার সিক্সে নিজেদের শেষ ম্যাচে জয়ের জন্য সহজ লক্ষ্য পেয়েছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতকে বড় ব্যবধানে হারাতে পারলে তরুণ টাইগ্রেসরা পৌঁছে যাবে সেমিফাইনালের মঞ্চে।
বুধবার (২৫ জানুয়ারি) টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে রাবেয়া খান, মারুফা আক্তারদের বোলিং তোপে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে মাত্র ৬৯ রান সংগ্রহ করেছে আরব আমিরাত।
বাংলাদেশের পক্ষে ১৪ রান খরচায় রাবেয়া ৩ উইকেট ও ১৬ রান খরচায় ২ উইকেট তুলে নেন মারুফা। এ ছাড়া একটি করে উইকেট নিজেদের ঝুলিতে পুরেছেন দিপা খাতুন, রিয়া আক্তার শিখা ও স্বর্ণা আক্তার।
আরও পড়ুন: বিশ্বকাপের আগে দুঃসংবাদ বাংলাদেশ দলে
আরব আমিরাতের হয়ে লাবণ্য কেনি ও মাহিকা গাউর ছাড়া ব্যাট হাতে এদিন ব্যর্থ ছিলেন বাকি সব ব্যাটার। লাবণ্য ৪৬ বল মোকাবিলায় ৩ চারের মারে ২৯ রান করেন। তাকে বোল্ড করে সাজঘরে ফেরান রাবেয়া। ২৭ বলে ২ চার ও ১ ছক্কায় ১৭ রান করেন মাহিকা। শিখার বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে মাঠ ছাড়তে হয় এ ব্যাটারকে। আরব আমিরাতের পক্ষে তৃতীয় সর্বোচ্চ ৭ রান করেন বৈষ্ণব মাহেশ।
আরও পড়ুন: বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের সূচি চূড়ান্ত
সুপার সিক্সে বাংলাদেশের গ্রুপে সমান ৬ পয়েন্ট নিয়ে রান রেট ব্যবধানে এগিয়ে থেকে প্রথম ভারত, দুইয়ে অস্ট্রেলিয়া ও তিনে দক্ষিণ আফ্রিকা অবস্থান করছে। বাংলাদেশের পয়েন্ট ৪। সেমিফাইনালের টিকিট পেতে হলে জয়ের পাশাপাশি বড় ব্যবধানে জিতে রান রেটও বাড়াতে হবে তরুণ টাইগ্রেসদের।
]]>