শ্বাসকষ্ট রোগ বেড়ে যাওয়ায় পিয়ংইয়ংয়ে লকডাউন জারি
<![CDATA[
শ্বাসকষ্টজনিত অসুস্থতা বেড়ে যাওয়ায় উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে পাঁচ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম এন কে নিউজ জানায়, সরকারি এক নির্দেশনা জারি করে এই লকডাউন দেয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, রোববার (২৯ জানুয়ারি) রাত ১২টা পর্যন্ত লকডাউন দেয়া হয়েছে।
এ ছাড়া প্রতিদিন একাধিকবার শরীরের তাপমাত্রা পরীক্ষা করতে বলা হয়েছে। নির্দেশনায় সরাসরি কোভিডের কথা উল্লেখ করা হয়নি। এদিকে এনকে নিউজ জানিয়েছে, লকডাউন ঘোষণার কারণে পিয়ংইয়ংয়ে প্রচুর খাবার কিনে মজুত করার তথ্য পাওয়া গেছে।
আরও পড়ুন: উত্তর কোরিয়ার বিরুদ্ধে ১০ কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি চুরির অভিযোগ
২০২০ সালে চীনে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর পুরো বিশ্বে ছড়িয়ে পড়লেও গত বছর প্রথম করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কথা স্বীকার করে উত্তর কোরিয়া। তবে কতজন এই রোগে আক্রান্ত হয়েছে, সে সংখ্যা তারা জানায়নি। পরে আগস্টে করোনার বিরুদ্ধে বিজয় অর্জনের কথা ঘোষণা করে উত্তর কোরিয়া।
পিয়ংইয়ংয়ের বাইরে লকডাউন আরোপ করা হয়েছে কি না, তা জানা সম্ভব হয়নি বলে জানিয়েছে এনকে নিউজ। চীন, উত্তর কোরিয়ার প্রধান মিত্র এবং ব্যবসায়িক অংশীদার। গত বছরের শেষের দিকে চীন শূন্য-কোভিড নীতি ত্যাগ করার পর থেকে হুহু করে দেশটিতে করোনা সংক্রমণের হার বেড়েই চলেছে।
]]>