ফাইনালে এক পা দিয়ে রাখল ইউনাইটেড
<![CDATA[
প্রিমিয়ার লিগে শেষ ম্যাচ আর্সেনালের কাছে হারলেও, ইএফএল কাপের সেমিফাইনালের প্রথম লেগে নটিংহ্যাম ফরেস্টকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালের পথে এক পা দিয়ে রাখল ম্যানচেস্টার ইউনাইটেড।
গত ৫ বছরে একটিও শিরোপা জিততে না পারা ইউনাইটেড টেন হ্যাগকে নিয়ে বেশ আশাবাদী। ডাচ এই কোচ নিজেও জানিয়ে দিয়েছেন, ইউনাইটেডকে শিরোপা এনে দিতে মুখিয়ে আছেন তিনি। সেই লক্ষ্যে বুধবার (২৫ জানুয়ারি) রাতে ইএফএল কাপের সেমিফাইনালের প্রথম লেগে নটিংহ্যাম ফরেস্টের মুখোমুখি হয়েছিল রাশফোর্ড-ওয়েঘর্স্টরা।
চলতি মৌসুমে দারুণ ফর্মে থাকা মার্কাস রাশফোর্ড। যা ম্যাচের শুরুতেই বুঝিয়ে দেন। ম্যাচের ৬ মিনিটে ক্যাসিমিরোর পাস থেকে দারুণ এক গোল করেন রাশফোর্ড। যা এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তার ১৮তম গোল।
আরও পড়ুন: রোনালদোদের সাবেক কোচ এখন লেভাদের দায়িত্বে
৪৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ইউনাইটেড। ক্যাসিমিরোর পাস ধরে আন্তোনির নিচু শট ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক, কিন্তু দলকে বিপদমুক্ত করতে পারেননি তিনি। ফিরতি বল পেয়ে জালে পাঠান নতুন সাইনিং ওয়েঘর্স্ট।
ম্যাচের ৮৯ মিনিটে আবারো গোল করে ইউনাইটেড। ডি-বক্সে নটিংহ্যামের ডিফেন্ডাররা ভুলে বল পেয়ে যান ব্রুনো ফার্নান্দেজ। বল পেয়েই গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন পর্তুগিজ এই মিডফিল্ডার।
আগামী বুধবার (১ ফেব্রুয়ারি) ফিরতি লেগে আবারো মুখোমুখি হবে এই দুই দল।
]]>