পঞ্চগড়ে আইনজীবীর বাড়িতে রহস্যজনক চুরি
<![CDATA[
পঞ্চগড়ে এক আইনজীবীর বাড়িতে রহস্যজনক চুরির ঘটনা ঘটেছে। ওই বাড়িতে সংঘবদ্ধ চোরেরা জমির দলিল, একাডেমিক শিক্ষা সনদপত্র চুরি করে পার্শ্ববর্তী এলাকায় পুড়িয়ে দেয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী আইনজীবী।
এ বিষয়ে মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাতে সদর থানায় একটি চুরির এজাহার দায়ের করেছেন আইনজীবী হাবিবুল ইসলাম হাবিব।
আইনজীবী হাবিবুল ইসলাম হাবিব সময় সংবাদকে জানান, গত সোমবার (২৩ জানুয়ারি) গভীর রাতে শিক্ষানবিশ আইনজীবী দুই ছোট ভাইয়ের সঙ্গে দীর্ঘসময় কথা বলে তিনি ঘুমিয়ে পড়েন।
আরও পড়ুন: মাত্র ৩০ সেকেন্ডে মোটরসাইকেল চুরি করে ওরা
এই সুযোগে সংঘবদ্ধ চোরেরা তার বাবা নাসিরুল হকের ঘরে ঢুকে একটি ট্রাঙ্কে থাকা তাদের জমির দলিলপত্রসহ তার ভাইবোনদের একাডেমিক শিক্ষার সনদপত্র চুরি করে নিয়ে পার্শ্ববর্তী এলাকায় পুড়িয়ে ফেলেন।
গুরুত্বপূর্ণ এসব কাগজপত্র চুরি যাওয়ায় ওই আইনজীবীসহ তার পরিবারের সদস্যরা আর্থিক ও মানসিক ক্ষতিতে পড়েছেন।
আরও পড়ুন: মাদারীপুরে ৪টি ফ্লাটের তালা ভেঙে দুর্ধর্ষ চুরি
এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া সময় সংবাদকে জানান, আইনজীবী হাবিবুল ইসলাম হাবিব মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাতে সদর থানায় একটি এজাহার দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
]]>