সাভার-কেরানীগঞ্জে ১২ ব্যবসাপ্রতিষ্ঠানকে ২৩ লাখ টাকা জরিমানা
<![CDATA[
সাভার ও কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ১২ ব্যবসাপ্রতিষ্ঠানকে ২৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৩ জানুয়ারি) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম ও র্যাব-১০-এর সমন্বয়ে সাভার ও কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে এ অর্থদণ্ড দেয়া হয়।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
আরও পড়ুন: কোরিয়ান প্রসাধনী সামগ্রীর ছাড়পত্র না থাকায় জরিমানা
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএসটিআইয়ের প্রতিনিধির উপস্থিতিতে নকল বৈদ্যুতিক তার, ভেজাল শিশু খাদ্য ও কসমেটিকস উৎপাদন, মজুত ও বিক্রি করার অপরাধে ১২ প্রতিষ্ঠানকে ২৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। যার মধ্যে ম্যাডাম কসমেটিকস লিমিটেডকে ৫০ হাজার, মেসার্স এলিগেন্সি ক্যাবল ফ্যাক্টরিকে পাঁচ লাখ, এএমএস ফুড প্রোডাক্টসকে এক লাখ, এবিটিং ফ্লেভারড সফট ড্রিকংস পাউডারকে ৫০ হাজার, রমজান ফুড প্রোডাক্টাসকে ২০ হাজার, ইমন কসমেটিকসকে এক লাখ, লিপি ইঞ্জিনিয়ারিংকে পাঁচ লাখ, অলিভ বাংলাদেশ লিমিটেডকে পাঁচ লাখ, মোজাম্মেল দইঘরকে এক লাখ, আল আলাক লিভিরাইজকে এক লাখ, আলমগীর কসমেটিকসকে এক লাখ, এনআরজি ক্যাবলসকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় ২০ হাজার টাকা মূল্যের নকল বৈদ্যুতিক তার, ভেজাল শিশুখাদ্য, কসমেটিকস জব্দ ও ধ্বংস করা হয়।
]]>