রাহুল, আথিয়ার বিয়ের ছবি প্রকাশ্যে
<![CDATA[
দীর্ঘ চার বছরের প্রেমের সম্পর্কের পর সাত পাকে বাঁধা পড়লেন বলি অভিনেতা সুনীল শেঠির কন্যা আথিয়া শেঠি এবং ভারতীয় দলের ক্রিকেটার কেএল রাহুল।
সোমবার (২৩ জানুয়ারি) তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন আথিয়ার বাবা নায়ক সুনীল শেঠি।
বিয়ের অনুষ্ঠান হয়েছে সুনীল শেঠির খান্ডলার বাগানবাড়ি ‘জাহান’-এ। তাদের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিকট বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজন। সব মিলে তাদের সংখ্যা ছিল মাত্র ১০০ জন।
আরও পড়ুন: রাহুল-আথিয়ার বিয়ে সম্পন্ন
বিয়ের অনুষ্ঠানে নো ফোন পলিসি রাখা হয়। একই সঙ্গে অতিথিদের অনুরোধ করা হয়েছে, বিয়ের অনুষ্ঠানের কোনো ছবি বা ভিডিও তাদের না জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট না করার।
তবে সন্ধ্যার লগ্নে বিয়ে সম্পন্ন হওয়ার পরপরই বিয়ের প্রথম ছবি নেটদুনিয়ায় শেয়ার করেন তারা। বিয়েতে বর-কনের সাজে ছিল স্নিগ্ধতার পরশ।
হালকা গোলাপি লেহেঙ্গায় অপরূপ সাজে সেজেছিলেন আথিয়া। সঙ্গে ছিল কুন্দনের নকশা কাটা জড়োয়া হার। বিয়েতে বর কেএল রাহুলকে দেখা গেছে সাদা রঙা শেরওয়ানিতে। পোস্ট করা বিয়ের ছবিতে আথিয়ার হাত শক্ত করে ধরে থাকতে দেখা গেছে কেএল রাহুলকে।
আরও পড়ুন: খোলামেলা পোশাক নিয়ে ট্রোলিংয়ের কড়া জবাব শ্রাবন্তীর!
বিয়ের ছবি শেয়ার করে আথিয়া তার ইনস্টাগ্রামে লিখেছেন, ‘তোমার আলোয় আমি ভালোবাসতে শিখেছি’। রাহুল লিখেছেন, ‘তুমি ভালোবাসতে শিখিয়েছ।’ এরপরই নবদম্পতিকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন বলিউড ও ক্রিকেটার তারকারা।
বিয়ের পর ভারতীয় সংবাদমাধ্যমের সামনে হাজির হন নবদম্পতি। এ সময় বাবা সুনীল শেঠি জানান, আইপিএল মিটলে আথিয়া ও রাহুলের বিয়ের গ্র্যান্ড রিসেপশন অনুষ্ঠিত হবে। তাই এ শুভক্ষণের জন্য অপেক্ষা করতে হবে অন্তত ৫ মাস।
সূত্র: হিন্দুস্তান টাইমস
]]>