মুন্সীগঞ্জে তিনদিনেও সন্ধান মেলেনি নিখোঁজ শ্রমিকের
<![CDATA[
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে তিনদিনেও নজরুল হালদার (৪০) নামের নিখোঁজ এক শ্রমিকের সন্ধান মেলেনি। শনিবার (২১ জানুয়ারি) সকালে টঙ্গীবাড়ি উপজেলার সোনারং দেওলবাড়ি এলাকায় একটি ব্যাটারি ফ্যাক্টরি থেকে নিখোঁজ হন তিনি।
নজরুল হালদার টঙ্গীবাড়ীর উপজেলার নয়নন্দ গ্রামের মৃত ছিটু হালদারের ছেলে। নিখোঁজ নজরুলের স্ত্রী মনোয়ারা বেগম জানান, তার স্বামী টঙ্গীবাড়ি বাজারের পাশে সোনারং দেওলবাড়ি এলাকার একটি ব্যাটারির কারখানার শ্রমিক হিসেবে গত ৬ ডিসেম্বর যোগদান করেন। তিনি রাতে ওই কারখানায় রাত্রিযাপন করতেন।
৬ ডিসেম্বরের পর তাদের আর দেখা হয়নি বলেও জানান মনোয়ারা। নিখোঁজের আগের দিন শুক্রবার রাতে সর্বশেষ ভিডিও কলে তাদের কথা হয়। শনিবার (২১ জানুয়ারি) সকাল থেকে তার স্বামী ওই কারখানা থেকে নিখোঁজ হন।
আরও পড়ুন: ৫ বছরের সাজা থেকে বাঁচতে ২০ বছর আত্মগোপন
‘শনিবার দুপুরে কারখানার অপর শ্রমিক মোক্তার বেপারী আমাকে ফোন করে জানায় আপনার স্বামী ফ্যাক্টরিতে নেই। তাকে পাওয়া যাচ্ছে না। পরে আমরা খোঁজাখুঁজির পর থানায় সাধারণ ডায়েরি করি। তিন দিন ধরে লোকটা নিখোঁজ। কিন্তু এখনো তার কোনো খোঁজ পাচ্ছি না। আমাদের আত্মীয় স্বজনদের বাড়িতেও খোঁজ নিচ্ছি।’
টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজিব খান জানান, নিখোঁজ শ্রমিকের সন্ধান চলছে। পারিবারিক দ্বন্দ্বের কারণে তিনি আত্মগোপন করতে পারেন। তদন্ত অব্যাহত রয়েছে।
]]>