পঞ্চগড়ে তাপমাত্রা বাড়লেও কমেনি শীতের দাপট
<![CDATA[
দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে দিন দিন তাপমাত্রা ওঠানামা করায় বাড়ছে শীত। হিম বাতাস আর শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সেই সঙ্গে বাড়ছে নিম্নআয়ের মানুষের ভোগান্তি। জেলার মানুষের কাছে জীবন সংগ্রামের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে শীত।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
বানিয়াপাড়া মহল্লার বাচ্চা বাউ বলেন, ‘বাতাসের কারণে শীত বেশি লাগে। কাজ করতে সমস্যা হয়।’
কামাতপাড়া গ্রামের মকলেছুর রহমান বলেন, ‘ফজরের নামাজ পড়ে বের হয়ছি। কুয়াশা না থাকলে কনকনে বাতাস বইছে। এতে প্রচণ্ড ঠান্ডা লাগছে। রাস্তায় চলাফেরা করা যায় না।’
আরও পড়ুন: শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
ব্যাটারিচালিত ভ্যানচালক হাসান বলেন, ‘ভোরে গাড়ি নিয়ে বাহির হইছি। এখন সকাল ৮টা বাজে, একটি ভাড়াও পাইনি। শীতের মধ্যে বসে আছি। আয়-রোজগার কমে গেছে। পরিবার-পরিজন নিয়ে কষ্টে দিনযাপন করতে হচ্ছে।’
পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ সময় সংবাদকে জানান, গত কয়েকদিন থেকে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে।
]]>