সাফ আয়োজনে এগিয়ে ভারত, আগ্রহ নেই বাংলাদেশের
<![CDATA[
চলতি বছরই বসছে ছেলেদের সিনিয়র সাফ। আয়োজনের দৌড়ে এগিয়ে ভারত। নানা জটিলতায় আগ্রহী নয় বাংলাদেশ। ফেব্রুয়ারিতে সাফের সদস্য দেশগুলোর সঙ্গে বসে চূড়ান্ত করা হবে ভেন্যু ও সূচি, জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। এদিকে, মার্চে ঢাকায় বসছে পাঁচ জাতি টুর্নামেন্ট উয়েফা এসিস্ট অনূর্ধ্ব-১৬ উমেন্স ফুটবল টুর্নামেন্ট। যেখানে খেলতে আসতে পারে রাশিয়া।
দুই বছর বিরতি দিয়ে আবারও এ বছর অনুষ্ঠিত হবে ছেলেদের সিনিয়র সাফ। আপাতত জুনের ফিফা উইন্ডোকে টার্গেট রেখে এগোচ্ছে সাফের সদস্য দেশগুলো। আয়োজনের দৌড়ে এগিয়ে ভারত। আগ্রহী পার্শ্ববর্তী দেশটি। তবে ভেন্যু স্বল্পতায় সরে এসেছে বাংলাদেশ। ফিফা থেকে নিষিদ্ধ হওয়ায় অংশ নিতে পারছে না শ্রীলংকা। ফেব্রুয়ারিতে সাফের সব সদস্য দেশগুলোর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসে ভেন্যু ও সূচি করা হবে চূড়ান্ত।
এ বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘দক্ষিণ এশিয়ান ফেডারেশনের পক্ষ থেকে যেভাবে সবার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং সবকিছু ঠিকঠাক থাকলে ২০ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত সাফ আয়োজিত হতে যাচ্ছে।’
আরও পড়ুন: ভারতের চেয়ে শক্তিশালী প্রতিপক্ষ খুঁজছে বাংলাদেশ
বাংলাদেশে ফিফা অনুমোদিত ভেন্যু দুটি। বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কবে সম্পন্ন হবে তার কোনো সুনির্দিষ্ট তারিখ জানা নেই ফেডারেশনের। নানা কারণে সিলেট স্টেডিয়ামে এই আসর করতে আগ্রহী নয় বাফুফে।
সোহাগ বলেন, ‘সিলেটের স্থানীয় কর্মকর্তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। অতি বৃষ্টির কারণে মাঠের যে পরিস্থিতি ছিল তাতে নির্ধারিত সময়ের আগে মাঠ ঠিক করা সম্ভব ছিল না।’
আরও পড়ুন: অলিম্পিক বাছাইয়ে সাবিনাদের প্রতিপক্ষ ইরান, মালদ্বীপ, মিয়ানমার
এদিকে, আগামী মাসে সাফ অনূর্ধ্ব ২০ নারী চ্যাম্পিয়নশিপ শেষ করার পরই মার্চে ৫ জাতি টুর্নামেন্ট খেলবে মেয়েরা। উয়েফা এসিস্ট উমেন্স টুর্নামেন্টে বাংলাদেশ’সহ আরও খেলবে ভারত, ভুটান, নেপাল। ৫ম দেশ হিসেবে আসার কথা রয়েছে রাশিয়া। যদিও বৈশ্বিক রাজনীতির জন্য রাশিয়ান মেয়েদের আসা নিয়েও শঙ্কা রয়েছে।
সোহাগ বলেন, ‘ভারত, ভুটান, নেপাল ও রাশিয়াকে নিয়ে পাঁচ জাতির টুর্নামেন্টটি আগামী ২০ থেকে ২৮ মার্চ আয়োজন করবে বাংলাদেশ। ম্যাচগুলো হবে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে।’
]]>