রোহিঙ্গা ক্যাম্পে র্যাবের সাঁড়াশি অভিযান (ভিডিও)
<![CDATA[
নব্য জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র শীর্ষ নেতাকে ধরতে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সাঁড়াশি অভিযান চালাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (২৩ জানুয়ারি) ভোর থেকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এ অভিযান শুরু হয়। পরে সেখানে সকাল সাড়ে ৭টার দিকে জঙ্গিগোষ্ঠীর সঙ্গে র্যাবের গোলাগুলি শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১৫ কক্সবাজারের সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী সময় সংবাদকে বলেন, কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকার রোহিঙ্গা ক্যাম্পে সাঁড়াশি অভিযান চালাচ্ছে র্যাব। অভিযানে জঙ্গিদের সঙ্গে র্যাবের গোলাগুলি চলছে।
আরও পড়ুন: জঙ্গি আস্তানায় ‘মারা যান’ আল আমিন, কবর খুঁড়ে পাওয়া যায়নি মরদেহ
অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি। সকাল সাড়ে ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান চলছিল।
]]>