বিশ্বকাপের পর থেকে মানসিকভাবে অস্বস্তিতে ফ্রান্সের গোলরক্ষক
<![CDATA[
কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে হেরেছিল ফ্রান্স। সেই ম্যাচের পর থেকে মানসিকভাবে স্বস্তিতে নেই দলটির গোলরক্ষক হুগো লরিস। ক্লাব লেভেলে টটেনহ্যামের হয়ে একের পর এক ম্যাচ হারার প্রসঙ্গ নিয়ে এ কথা বলেন তিনি।
বিশ্বকাপের পর টটেনহ্যাম ম্যাচ খেলেছে ৭টি। যেখানে লরিসের দলের জয় মাত্র ২ ম্যাচে। ৩টি ম্যাচেই হেরেছে তারা, ড্র ২ ম্যাচে। সবশেষ দুই ম্যাচে তার দল হেরেছে আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির বিপক্ষে। এরপর ইভনিং স্ট্যান্ডার্ডকে একটি সাক্ষাৎকার দিয়েছেন লরিস।
আরও পড়ুন: মেসির জার্সির দাম উঠেছে ৩১ লাখ টাকা
ইভনিং স্ট্যান্ডার্ডের সঙ্গে সাক্ষাৎকারে লরিস বলেন, ‘আমি অভিযোগ করতে পারব না। পেশাদার হলে একটা ছন্দের ভেতর দিয়ে যেতে হবে। কিন্তু আপনি বিশ্বকাপের শেষ দিন পর্যন্ত খেললে ফিরে এসে পুরোপুরিভাবে মানসিক শান্তি পাবেন না। তবুও আপনাকে দলের ভালোর জন্য সবকিছু করে যেতে হবে।’
অস্বস্তিকর সময়ে নিজেকে নিয়ে পূর্বানুমান করার চেষ্টা করেন লরিস। তিনি চান সবকিছু ঠিক হয়ে যাক। লরিসের ভাষায়, ‘আমি নিজেকে নিয়ে পূর্বানুমান করতে চেষ্টা করি। সবকিছু ঠিক করার চেষ্টা করি, অপেক্ষাও করি। আমাদের দলে অনেক কিছু ঘটছে। সবার উচিত একসঙ্গে লেগে থাকা, একতাবদ্ধ হয়ে কাজ করে যাওয়া। আশা করি ভাগ্য আবার ফিরে আসবে।’
আরও পড়ুন: আলভেসের গ্রেফতার হওয়ার ঘটনায় বিস্মিত জাভি
বিশ্বকাপ থেকে ফিরে চার দিনের মাথায়ই টটেনহ্যামের হয়ে খেলেছেন লরিস। এভাবে যখন একজন প্লেয়ার এত বেশি সময় খেলতে হয়, তখন তো সমস্যা হতেই পারে, সমস্যা হতে পারে ধারাবাহিকতা ধরে রাখায়। লরিস বলছেন, ‘আমরা হয়তো পারফরম্যান্সে ধারাবাহিকতা ধরে রাখতে পারছি না। সেরাটা দিয়ে ৯০-৯৫ মিনিট খেলতেও আমাদের কষ্ট হচ্ছে।’
]]>