জ্যাকলিনকে হিংসা করতেন নোরা!
<![CDATA[
বলিউড পাড়ার অন্যতম গসিপের কেন্দ্রবিন্দুতে রয়েছেন সুকেশ, জ্যাকলিন ও নোরা। সুকেশের বিরুদ্ধে ২০০ কোটি টাকা আত্মসাতের মামলা রয়েছে। আর সেই মামলায় নাম জড়িয়েছে জ্যাকলিন ফার্নান্দেজ ও নোরা ফাতেহির।
এবার সুকেশের একটি চিঠি প্রকাশ্যে এসেছে। আর সেই চিঠিতে সুকেশ উল্লেখ করেছেন, তিনি ও জ্যাকলিন দুজনেই একটি সম্পর্কে ছিলেন। আর সেই সম্পর্ক নিয়ে নোরা হিংসা করতেন। সুকেশ আরও বলেন, নোরা নাকি সবসময় তাকে জ্যাকলিনের বিরুদ্ধে খারাপ কথা বলতেন এবং তার ব্রেন ওয়াশ করার চেষ্টা করতেন।
তিনি আরও দাবি করেন, নোরাকে দামি গাড়ি কিনে দেন তিনি। কারণ নোরা নিজের গাড়ি বদলাতে চেয়েছিলেন। সেই গাড়ি নিজের বন্ধু ববি খানের নামে রেজিস্ট্রি করেন নোরা। এই সমস্ত কথোপকথনের স্ক্রিনশট ইডিকে এরই মধ্যে পাঠিয়েছেন তিনি।
আরও পড়ুন: নোরাকে নিয়ে এবার চাঞ্চল্যকর তথ্য দিলেন সুকেশ
সুকেশ জানান, নোরা নাকি ববির জন্য একটি মিউজিক কোম্পানিও তৈরি করে দিতে বলেছিলেন। তিনি সেই বিষয়ে সাহায্যও করেছিলেন। একই সঙ্গে অভিনেত্রী নাকি তার থেকে বহু অর্থ নিয়েছেন মরক্কোতে জমি কেনার জন্য।
এদিকে সুকেশ দাঁড়িয়েছেন জ্যাকলিনের পাশে। তিনি জানিয়েছেন, শেষ পর্যন্ত তিনি জ্যাকলিনের পাশে থাকবেন এবং একই সঙ্গে আশাবাদী যে জ্যাকলিন শিগগিরই নির্দোষ প্রমাণিত হবেন।
]]>