৪০ লাখ ইউরোতে বার্সেলোনার ডাচ ফরোয়ার্ড এখন মাদ্রিদের
<![CDATA[
আড়াই বছরের চুক্তিতে বার্সেলোনা থেকে অ্যাতলেটিকো মাদ্রিদের যোগ দিলেন ডাচ ফরোয়ার্ড মেমফিস ডেপাই। ২৮ বছর বয়সী এই ফুটবলারের জন্য ৪ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি গুনতে হয়েছে রোজি ব্ল্যাঙ্কোদের। নতুন ক্লাবে যোগ দিয়ে উচ্ছ্বসিত ডেপাই। প্রশংসা করেছেন কোচ দিয়েগো সিমিওনের।
রবার্ট লেভানদোভস্কি ও রাফিনিয়া যোগ দেয়ার পর, বার্সেলোনায় অনেকটা অপাঙক্তেয় হয়ে যান মেমফিস ডেপাই। চলতি মৌসুমে কোচ জাভি তাকে মাঠে নামান মাত্র চার ম্যাচে। ক্যারিয়ার বাঁচাতে ক্লাব পরিবর্তন ছাড়া অন্য কোনো পথ খোলা ছিলো না ২৮ বছর বয়সী এই ফুটবলারের সামনে। শেষ পর্যন্ত বার্সার লা লিগা প্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকোই হলো তার নতুন ঠিকানা।
২০২১ এর গ্রীষ্মকালীন ট্রান্সফারে ক্যাম্প ন্যুতে যোগ দেন ডেপাই। স্বদেশী কোচ রোনাল্ড কোম্যান তাকে দলে ভেরায় কোনো ট্রান্সফার ফি ছাড়াই। প্রথম মৌসুমে খুব একটা খারাপ করেননি। ৩৮ ম্যাচে করেন ১৩ গোল। তবে বার্সায় জাভি আসার পর, কোচের গুড বুক থেকে কাটা পরে ডেপাইয়ের নাম।
আরও পড়ুন:বার্সেলোনা ছেড়ে মাদ্রিদে যাচ্ছেন ডাচ ফরোয়ার্ড
জোয়াও ফেলিক্সকে ধারে চেলসিতে পাঠিয়ে আর ম্যাথেউস কুইনাকে উলভসের কাছে ব্রিক্রি করা অ্যাতলেটিকো-ও সন্ধানে ছিলো একজন ফরোয়ার্ডের। দুইয়ে দুইয়ে চার মিলে যায়। মোরাতা-গ্রিজম্যান-কোরেয়াদের সঙ্গে এখন রোজি ব্ল্যাঙ্কোদের আক্রমণভাগ সামলাবেন মেমফিস ডেপাই।
নতুন ক্লাবে যোগ দিয়ে বেশ উচ্ছ্বসিত এই ফরোয়ার্ড। এরই মধ্যে নতুন সতীর্থদের সঙ্গে মিশে গেছেন। অংশ নিয়েছেন ট্রেনিং সেশনে। মুখিয়ে আছেন অ্যাতলেটিকোর জার্সিতে মাঠে নামতে।
তিনি বলেন, ‘এই ক্লাবে যোগ দিতে পেরে খুবই ভালো লাগছে। কোচের সঙ্গে আমার কথা হয়েছে। এই ক্লাবের প্রতি তার কতটা আবেগ আর তিনি এখানে কি অর্জন করেছেন এটা সবাই জানে। আমি যেনো দ্রুত এখানে মানিয়ে নিতে পারি, সে বিষয়ে প্রয়োজনীয় সব সাহায্যই তিনি আমাকে করবেন। আশা করছি আমি ক্লাবকে ভালো কিছু উপহার দিতে পারবো।’
লা লিগায় খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই অ্যাতলেটিকো। ১৭ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে চতুর্থ স্থানে আছে ক্লাবটি। পা হড়কালেই তারা হারাবে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ।
]]>