প্রথম পাঁচজন মিলে ১১, নিউজিল্যান্ড অলআউট ১০৮ রানে
<![CDATA[
ভারত ও নিউজিল্যান্ডের দ্বিতীয় ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছে রাইপুরের ভীর নারায়ণ সিং স্টেডিয়াম। নিউজিল্যান্ডের জন্য ভেন্যুটা দুঃস্বপ্ন হয়েই থাকল। শুরুর পাঁচ ব্যাটারের কেউই যখন ১০ রানের বৈতরণীও পার করতে পারেনি, তখন নিউজিল্যান্ড অলআউট হলো মাত্র ১০৮ রানে।
শনিবার (২১ জানুয়ারি) রাইপুরে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। সেই সিদ্ধান্ত যে সঠিক ছিল, তা প্রথম ওভারেই প্রমাণ দেন মোহাম্মদ শামি।
ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে তুলে নেন ফিন অ্যালেনের উইকেট। কিউই ওপেনার রানের খাতাই খুলতে পারেননি। এরপর স্কোরবোর্ডে ৯ রান তুলতেই নেই সফরকারীদের ৩ উইকেট। যার একটি নেন মোহাম্মদ সিরাজ ও অন্যটি শামি।
আরও পড়ুন: হেলসের প্রথম সেঞ্চুরিতে উড়ে গেল আবুধাবি
দলীয় ১৫ রানের মাথায় ডেভন কনওয়ে ও টম ল্যাথাম প্যাভিলিয়নের পথ ধরেন। এর মধ্যে সর্বোচ্চ ৭ রান করেন কনওয়ে। সিরাজের শিকার হওয়া হেনরি নিকোলস ২ ও শামির শিকার ড্যারেল মিচেল ১ রান করেন। এরপর ৪১ রানের জুটি গড়েন গ্লেন ফিলিপস ও মাইকেল ব্রেসওয়েল। ব্রেসওয়েল ২২ রান করে শামির বলে ইশান কিশানের হাতে ধরা পড়েন।
আরও পড়ুন: আইএল টি-টোয়েন্টিতে দর্শকের জন্য ব্যতিক্রমী উদ্যোগ
মিচেল স্যান্টনার করেন ২৭ রান। ব্যক্তিগত সর্বোচ্চ ৩৬ রান আসে ফিলিপসের ব্যাট থেকে। বাকিদের মধ্যে হেনরি শিপলে ব্লেয়ার থিকনার ২ রান করে তোলেন। লকি ফার্গুসন করেন এক রান। ভারতের হয়ে শামি নেন ৩ উইকেট। দুটি করে উইকেট পান হার্দিক পান্ডিয়া ও ওয়াশিংটন সুন্দর। একটি করে উইকেট শিকার করেন সিরাজ, শার্দুল ঠাকুর ও কুলদীপ যাদব।
]]>