খোকসায় শুরু হচ্ছে ৬০০ বছরের ঐতিহ্যবাহী কালীপূজা ও মেলা
<![CDATA[
কুষ্টিয়ার খোকসায় মাঘের শিশির ভেজা কনকনে শীতে পাঁঠা ও মহিষ বলির মধ্য দিয়ে শুরু হচ্ছে ৬০০ বছরের ঐতিহ্যবাহী কালীপূজা ও মেলা।
শনিবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলা সদর দিয়ে প্রবাহিত গড়াই নদীর পূর্ব তীর ঘেঁষে সনাতনী ভক্তদের ধর্মীয় পর্যটনকেন্দ্র খোকসার বার্ষিক কালীপূজা ও ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা শুরু হবে।
কালীপূজাকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। মাঘের অমাবস্যা তিথি থেকে প্রতিমা তৈরির কাজ শুরু করা হয়। এরই মধ্যে সাড়ে ১২ হাত লম্বা বিশাল দেহের কালী প্রতিমা তৈরির কাজ শেষ করেছেন স্থানীয় প্রতিমা শিল্পীরা। এখন শুধু আনুষ্ঠানিকতা।
জমিদারি আমলের আদলে শনিবার গভীর রাতে প্রথাগত জীব বলির মধ্য দিয়ে বার্ষিক উৎসবের মূল পূজা শুরু হয়ে চলবে রোববার (২২ জানুয়ারি) বিকেলে প্রতিমা বিসর্জন পর্যন্ত।
আরও পড়ুন: সংস্কারের অভাবে ঝুঁকিতে বোদেশ্বরী মন্দির
দ্বিতীয় পর্বের পূজা হবে সপ্তমী তিথিতে। করোনার কারণে বিগত দু-বছর তেমন গ্রামীণ মেলা না হলেও এ বছর কালীবাড়ির বিশাল মাঠজুড়ে গ্রামীণ পণ্যের পসরা সাজিয়ে বসেছে প্রায় ৫ শতাধিক ব্যবসায়ীরা গ্রামীণ মেলাকে ঘিরে ধর্ম ভেদাভেদ ভুলে গিয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে কালীপূজা মেলা প্রাঙ্গণে।
পূজা অনুষ্ঠানে আইনশৃঙ্খলা রক্ষায় সবরকম ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান ও পুলিশ কর্মকর্তারা।
আরও পড়ুন: আরও পড়ুন: বরিশালে ৩ দিনব্যাপী পৌষ মেলা শুরু
খোকসায় কালীপূজায় এরই মধ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ও পার্শ্ববর্তী দেশ ভারত থেকে হাজার হাজার ভক্ত, দর্শনার্থী এসেছেন।
আরও পড়ুন: পদক প্রদানের মধ্য দিয়ে শেষ হলো সুলতান মেলা
মেলা উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস বলেন, এরই মধ্যে কালীপূজার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কালীপূজা মন্দিরের সাধারণ সম্পাদক অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস বলেন, ‘আশা করি প্রতিবারের মতো এবার আপামর জনসাধারণ ধর্ম-বর্ণ, সকল দ্বিধা-দ্বন্দ্ব, ভেদাভেদ ভুলে কালীপূজার মেলায় উপস্থিত হয়ে মেলাকে আরও প্রাণবন্ত করবে।’
]]>