ইনজুরি কাটিয়ে অনুশীলনে তৌহিদ হৃদয়
<![CDATA[
চট্টগ্রাম পর্ব শেষে ঢাকায় ফিরেছে বিপিএল। দুইদিনের বিরতি থাকলেও, মাঠের অনুশীলন শুরু করে দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট স্ট্রাইকার্স। তবে কুমিল্লার ঐচ্ছিক অনুশীলনে ছিলেন না লিটন কুমার দাস। এদিকে, স্ট্রাইকার্সের হয়ে চোট কাটিয়ে প্রথমবারের মতো ব্যাটিং অনুশীলন শুরু করেছেন তৌহিদ হৃদয়। ইনজুরি কাটিয়ে আবারো পারফর্ম করবেন ২২ গজে, এমনটাই প্রত্যাশা তার।
চট্টগ্রাম পর্বটা দারুণ কেটেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। সে ধারা বজায় রেখে ঢাকা পর্বেও জয়ের দিকে চোখ তিনবারের চ্যাম্পিয়নদের।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সহকারী কোচ সালাউদ্দিন আহমেদ উজ্জ্বল বলেন, ‘আমাদের আত্মবিশ্বাস ছিল যে, আমরা ভালো করব, শুধু আমাদের একটা ফ্লো’র দরকার ছিল। একটা ম্যাচ জেতা খুব দরকারি ছিল। পরে আমাদের টিম স্পিরিট বেশ ভালো হয়েছে। রেজওয়ান (মোহাম্মদ রেজওয়ান) আসার পর আমাদের বন্ডিংটাও ভালো হয়েছে।’
আরও পড়ুন:বিপিএলে বিজয়ের অন্যরকম ‘সেঞ্চুরি’
এদিকে, প্রায় পুরো স্কোয়াড নিয়েই অনুশীলনে আসে সিলেট স্ট্রাইকার্স। আমির-ইমাদদের সঙ্গে টিম বাসে হোম অব ক্রিকেটে পা রাখেন চোটের কারণে ছিটকে যাওয়া তৌহিদ হৃদয়ও। চোট কাটিয়ে এদিন প্রথমবারের মতো অনুশীলন করেন হৃদয়। ওয়ার্ম আপের পর ব্যাট হাতে সময় কাটিয়েছেন নেট সেশনেও। সবকিছু ঠিকঠাক থাকলে মঙ্গলবার বরিশালের বিপক্ষে খেলবেন তিনি। প্রত্যাবর্তনেও পুরনো ছন্দটা ধরে রাখার প্রত্যাশা হৃদয়ের।
সিলেট ফ্র্যাঞ্চাইজির এই ব্যাটার বলেন, ‘এখন মোটামুটি ঠিকঠাক অবস্থায় আছি। এখন চেষ্টা করব যত তাড়াতাড়ি ফেরা যায়। আল্লাহ যেটা করেন ভালোর জন্যই করেন এবং আল্লাহর রহমতে ইনজুরি থেকে ফিরে বেশ ভালোভাবেই অনুশীলন শুরু করেছি। আমি মনে কড়ি ইনজুরির পেছনে ভালো কিছুই আছে, এবং আমি ফিল করি ভালো কিছুই হবে।’
আরও পড়ুন:দুই পর্ব শেষেও দাপট বজায় রাখল দেশি ক্রিকেটাররা
তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে দল গড়েছে সিলেট। প্রথমে আলোচনায় না থাকলেও সে দল নিয়েই টেবিলের শীর্ষে এখন মাশরাফিরা। সিলেটের এমন সাফল্যের পেছনের কারণটা জানিয়েছেন হৃদয়।
তিনি বলেন, ‘আমরা ফ্রিডম নিয়ে খেলছি এবং একটা কথা সবসময় আমাদের ড্রেসিং রুমে বলা হয় -আমাদের সামনে যেটাই আসুক না কেন আমরা ফেস করব। ব্যাটিং-বোলিন-ফিল্ডিংয়ে যে কোনো সময় কঠিন সময় আসতে পারে, আমরা মানসিকভাবে প্রস্তুত ছিলাম যে, ওটা কীভাবে হ্যান্ডেল করতে হবে, কীভাবে সে সময়টা কাটিয়ে উঠতে হবে।’
সোমবার মিরপুরের হোম অব ক্রিকেটে শুরু হবে ঢাকা পর্বের লড়াই। প্রথম দিনের দুই ম্যাচে মাঠে নামবে চট্টগ্রাম, রংপুর, ঢাকা ও কুমিল্লা।
]]>