এ বছরেই আসছে আশফাক নিপুণের দুই হইচই সিরিজ
<![CDATA[
এ বছরেই দুই ওয়েব সিরিজ নিয়ে হাজির হচ্ছেন ‘মহানগর’ ও ‘সাবরিনা’খ্যাত নির্মাতা আশফাক নিপুণ। সিরিজ দুটির নাম এর মধ্যেই প্রকাশ করেছেন নির্মাতা। নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করছেন সিরিজ দুটির পোস্টার।
একটির নাম ‘আ কমন ম্যান’, আরেকটি জনপ্রিয় ‘মহানগর’ সিরিজের দ্বিতীয় পর্ব। ‘আ কমন ম্যান’ সিরিজের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার একজন মানুষের সামনে বিপুল অঙ্কের প্রলোভন এলে কী ঘটবে তা-ই দেখানো হবে। সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন আফরান নিশো।
আরও পড়ুন: হাসপাতাল থেকে নাদিয়ার পোস্ট ‘জাজাকাল্লাহ খাইরান’
আশফাক নিপুণের ওয়েব সিরিজ ‘মহানগর’-এর আলোচিত চরিত্র ওসি হারুন রূপে আবার পর্দায় দেখা যাবে মোশাররফ করিমকে। মহানগর ২ মুক্তি পাবে ঈদুল ফিতরে। সিরিজটি প্রযোজনা করছেন মোহাম্মদ হাবিবুর রহমান ও আদনান আল রাজীব।
আরও পড়ুন: মন খারাপের দুপুর মিথিলার
ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘মহানগর’। মুক্তির পর দুই বাংলার দর্শকদের মধ্যে তুমুল আলোড়ন সৃষ্টি করেছিল সিরিজটি। বিশেষ করে মোশাররফ করিম ও মোস্তাফিজ নূর ইমরানের অভিনয় দাগ কেটেছে দর্শক হৃদয়ে।
]]>