আইএল টি-টোয়েন্টিতে দর্শকের জন্য ব্যতিক্রমী উদ্যোগ
<![CDATA[
টুর্নামেন্টকে দর্শকের কাছে আকর্ষণীয় করতে আইএল টি-টোয়েন্টি কর্তৃপক্ষ ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। এবার থেকে খেলা দেখতে আসা দর্শকের জন্য থাকবে একটি বাউন্ডারি সাইড ফ্যান পড।
শুক্রবার (২০ জানুয়ারি) দুবাই থেকে আইএল টি-টোয়েন্টি কর্তৃপক্ষ এই ব্যতিক্রমী আয়োজনের ঘোষণা দেয়। দর্শককে আনন্দ দেয়া এবং খেলার মধ্যে বাড়তি মাত্রা যোগ করতে এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে তারা।
আরও পড়ুন: আইএলটি-২০’র উদ্বোধনী মাতালেন শাহরুখ খান
এ জন্য স্টেডিয়ামে উপস্থিত দর্শকের মধ্য থেকে ছয়জনকে বেছে নেয়া হবে। যেখানে দুটি গ্রুপে তিনজন করে থাকবেন। এর মধ্যে হোম টিমের তিনজন, আর অ্যাওয়ে টিমের তিনজনের একটি করে গ্রুপ হবে।
হোম টিমের ফ্যান গ্রুপকে নেয়া হবে তাদের দলের ডাগআউটের কাছে। আর দ্বিতীয় গ্রুপকে রাখা হবে অ্যাওয়ে দলের ডাগআউটের কাছে। ভাগ্যবান ভক্তরা নির্দিষ্ট ম্যাচের পাঁচ থেকে ছয় ওভার খেলা দেখতে পারবেন নরম তিন সিটের সোফায় বসে।
আরও পড়ুন: আইএলটি মাতাচ্ছেন ওয়াসিম-সঞ্চিতরা
সেই মুহূর্তের ছবিগুলো আইএল টি-টোয়েন্টির সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে প্রকাশ করা হবে। এ ছাড়া সরাসরি সম্প্রচার করা চ্যানেলেও তাদের দেখানো হবে। তাতে মনে করা হচ্ছে, টি-টোয়েন্টির এই টুর্নামেন্টে বাড়তি মাত্রা যোগ করবে।
]]>