সৌদিতে অভিষেকে ভক্তদের হৃদয় ছুঁলেন রোনালদো
<![CDATA[
অবশেষে মরুর বুকে খেলতে নেমে ভক্তদের হৃদয়ে বসন্তের বাতাস দিলেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তবে নতুন যোগ দেয়া ক্লাব আল-নাসর নয়, অভিষেক হয়েছে রিয়াদ অল স্টার একাদশের হয়ে। পিএসজির বিপক্ষে অভিষেকের ম্যাচে রোনালদো হারলেও ম্যাচ সেরার পুরস্কার উঠেছে তার হাতে।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সৌদি আরবের কিং ফাহাদ স্টেডিয়ামে রিয়াদ অল স্টার ও পিএসজির দ্বৈরথ দেখেন বিশ্বের কোটি কোটি ফুটবল অনুরাগী। কাতার বিশ্বকাপের পরে ইউরোপ ছেড়ে এশিয়ার দেশ সৌদি আরবে নাম লেখান রোনালদো। দেশটির আল-নাসর ক্লাবে যোগ দেন তিনি। কিন্তু নিষেধাজ্ঞার কারণে দলের সঙ্গে থেকেও মাঠে নামতে পারছিলেন না তিনি। ফলে মরুর বুকে ফুটবল তারকার অভিষেক দেখা নিয়ে সবার থাকতে হয়েছে অপেক্ষায়।
আরও পড়ুন: তারকাদের ম্যাচে সেরা হলেন রোনালদো
অবশেষে সে অপেক্ষা শেষ হয়েছে। সৌদিতে অভিষেক হলো পর্তুগিজ মহাতারকার। সেটিও আবার লিওনেল মেসি, নেইমার, কিলিয়ান এমবাপ্পেসহ তারকাভর্তি দল পিএসজির বিপক্ষে। অভিষেক ম্যাচে রোনালদোর দল অল স্টার একাদশ হেরেছে ৫-৪ গোলে। তবে দুই গোল করে আল-নাসরের এই স্ট্রাইকার হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ।
এ দিকে ভক্তরা এখনও আল-নাসরের হয়ে রোনালদোর অভিষেক দেখতে অপেক্ষায় রয়েছেন। আগামী ২২ জানুয়ারি রাত সাড়ে ১১টায় ইত্তিফাকের বিপক্ষে খেলবে আল-নাসর। সেই ম্যাচেই ক্লাবটির হয়ে প্রথম ম্যাচ খেলতে পারেন রোনালদো।
আরও পড়ুন: রোনালদোকে হতাশ করে মেসিদের জয়
গত বছরের এপ্রিলে এভারটনের বিপক্ষে ১-০ গোলে হারের ম্যাচে এক দর্শকের ফোন ভেঙেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এ তারকা। তাতে ইংলিশ ফুটবল ফেডারেশন রোনালদোকে দুই ম্যাচের নিষেধাজ্ঞার পাশাপাশি আর্থিক জরিমানা করে। এ কারণে এতদিন খেলতে পারছিলেন না তিনি। গত ১৪ জানুয়ারি শেষ হয় দুই ম্যাচের নিষেধাজ্ঞা।
]]>