বেনাপোলে শিশুকে তুলে নিয়ে ধর্ষণ, যুবক গ্রেফতার
<![CDATA[
যশোরের বেনাপোলে এক শিশুকে (৬) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইরাদ আলী নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে বেনাপোল পোর্টথানা পুলিশ সীমান্তে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ইরাদ আলী বেনাপোল ইউনিয়নের গাতিপাড়া গ্রামের চাঁদ আলী ঢান্ডার ছেলে।
আরও পড়ুন: স্কুলছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ২
ভুক্তভোগী ওই শিশুর পরিবার জানায়, প্রথম শ্রেণির ওই ছাত্রী বুধবার (১৮ জানুয়ারি) স্কুল থেকে নির্জন মাঠের পথ দিয়ে বাড়ি ফিরছিল। এ সময় প্রতিবেশী ইরাদ আলী শিশুটিকে মুখ চেপে ধরে পাশের বাগানে নিয়ে ধর্ষণ করে ফেলে রেখে পালিয়ে যায়। পরে শিশুটির চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে পোর্টথানায় ধর্ষণ মামলা দায়ের করেন। এরপরই পুলিশ অভিযুক্ত ইরাদ আলীকে গ্রেফতার করে।
আরও পড়ুন: টাঙ্গাইলে চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, বৃদ্ধ আটক
বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে যশোর পাঠানো হয়েছে।
]]>