চট্টগ্রামে ছারপোকার ওষুধের বিষক্রিয়ায় দুই বোনের মৃত্যু
<![CDATA[
চট্টগ্রামে ছারপোকার কামড়ে অতিষ্ঠ হয়ে ঘরে অতিরিক্ত ওষুধ ছিটানোয় বিষক্রিয়ায় পোশাক শ্রমিক দুই বোনের মৃত্য হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে (১৯ জানুয়ারি) ইপিজেড এলাকায় লেদাইয়ার ভবনে এ ঘটনা ঘটে। চিকিৎসকদের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল করিম।
মৃতরা হলেন- বরিশালের মঠবাড়িয়া থানার মো. ইদ্রিস আলীর মেয়ে রাহিমা আক্তার (২৪) ও ফজিলা আক্তার (১৬)। তারা নগরের ইপিজেড এলাকায় সোয়েটার তৈরির কারখানায় কাজ করতেন।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল করিম সময় সংবাদকে জানান, দুই বোন পোশাক কারখানায় কাজ করতেন। বুধবার (১৮ জানুয়ারি) রাতে গার্মেন্টস থেকে এসে বিছানায় ছারপোকা ও তেলাপোকা মারার ওষুধ দিয়েছিলেন। অতিরিক্ত ওষুধ দেয়ার বিষয়টি তারা বুঝতে পারেননি। রাতে খেয়ে তারা শুয়ে পড়েন। পুরো রুম বন্ধ ছিল। পরে তারা ওষুধের বিষক্রিয়ায় বমি করতে থাকেন। অতিরিক্ত বমির কারণে তারা অসুস্থ হয়ে যান।
আরও পড়ুন: চাঁদপুরে ৭০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ
তিনি বলেন, বৃহস্পতিবার তারা আর চাকরিতে যাননি। বেলা ১১টার দিকে পাশের ভাড়াটিয়া ডাক দিলে বমি করার বিষয়টি জানতে পারেন। পরে তাদেরকে মেডিকেলে নেয়া হলে এক ঘণ্টার ব্যবধানে তাদের মৃত্যু হয়।
তিনি আরও বলেন, মরদেহ দুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) সকালে ময়নাতদন্তের পর মৃতদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
]]>