এবার ভেঙে দেয়া হলো খাইবার পাখতুনখোয়া পরিষদ
<![CDATA[
পাকিস্তানের পাঞ্জাবের প্রাদেশিক সরকার ভেঙে দেয়ার এক সপ্তাহের কম সময়ের মধ্যে উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার প্রাদেশিক পরিষদও ভেঙে দেয়া হয়েছে। বুধবার (১৮ জানুয়ারি) প্রদেশটির গভর্নর এ সংক্রান্ত চিঠিতে স্বাক্ষর করেছেন। খবর আল জাজিরার।
কেন্দ্রীয় সরকারকে আগাম জাতীয় নির্বাচন দিতে বাধ্য করার কৌশল হিসেবে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানের পরামর্শে প্রদেশ দুটির সরকার ভেঙে দেয়া হলো।
এর আগে শনিবার (১৪ জানুয়ারি) দেশটির সবচেয়ে জনবহুল প্রদেশ পাঞ্জাবের প্রাদেশিক পরিষদ ভেঙে দেয়ার পরামর্শ দেন ইমরান। সেখানে মুখ্যমন্ত্রী ছিলেন তার মিত্র পাকিস্তান মুসলিম লীগ (কিউ) নেতা চৌধুরী পারভেজ এলাহী। সরকার ভেঙে দিতে মুখ্যমন্ত্রীর চিঠিতে গভর্নরের স্বাক্ষর করার সময়সীমা পার হওয়ার পর বিধি অনুযায়ী শনিবার রাতে ওই সরকার ভেঙে যায়।
ইমরান খানের দল পিটিআই আশা করছে, দেশের চারটি আইনসভার মধ্যে দুটিই ভেঙে দেয়ার পর বেশ চাপে পড়বেন ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
আরও পড়ুন: ইমরান খানের গ্রেফতারাদেশ স্থগিত
পিটিআই নেতা মুসাররাত জামশেদ চিমা আল জাজিরাকে বলেন, তারা আশা করছেন, সরকার তাদের নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে আগাম নির্বাচন দেবে।
পাকিস্তানে আগামী অক্টোবরে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু এর আগেই নির্বাচনের দাবি জানিয়ে আসছে পিটিআই। আর সংবিধান অনুযায়ী, প্রাদেশিক আইনসভা ভেঙে দেয়ার তিন মাসের মধ্যে সেখানে নতুন নির্বাচন করতে হবে।
]]>