হাড় কাঁপানো ঠান্ডায় গ্যাংটকে ‘ফেলুদা’
<![CDATA[
‘ফেলুদা’ নাম শুনলেই যেন বাঙালি পাগল। শুরু হয়ে গেছে ফেলুদার নতুন সিজনের শুটিং। গ্যাংটকে চলছে ‘ফেলুদা’র শুটিং । সেখানকার তাপমাত্রা নেমেছে ৩-৪ ডিগ্রিতে। তো কী! তারই মধ্যে কাঁপতে কাঁপতে শীতের পোশাক মুড়ি দিয়েই জোর কদমে চলছে শুটিং। কাজের ফাঁকে সেলফিও তুললেন সকলে।
অরিন্দম শীল পরিচালিত এই সিরিজে ফেলুদা হিসেবে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে, তোপসে হচ্ছেন ঋতব্রত মুখোপাধ্যায়, এছাড়াও এই সিরিজে অরিন্দমের অন্যতম কাণ্ডারি রুদ্রনীল ঘোষ, ঋত্বিক চক্রবর্তী। রয়েছেন আরও অন্যান্য অভিনেতারাও।
প্রথমদিনের শুটিংয়ের বেশকিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন পরিচালক নিজেই। ওটিটি প্ল্যাটফর্মে আসতে চলেছে নতুন ফেলুদা সিরিজ। প্রথম সিজনের গল্প সত্যজিৎ রায়ের লেখা ‘গ্যাংটকে গণ্ডগোল’।
আরও পড়ুন: আমাকে নিয়ে নোংরামি করবেন না: শ্রীলেখা
পরিচালক লিখেছেন, ফেলুদার শুটিং শুরু হয়েছে মঙ্গলবার থেকে, কাজ নিয়ে সকলে এতটাই উত্তেজিত যে সেই উত্তেজনাই এই ঠান্ডার মধ্যেও তাদের গরম রাখতে সাহায্য করছে।
এই ফেলুদা সিরিজে পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে সৌরসেনী মৈত্রকে। ঋত্বিক চক্রবর্তীকে দেখা যাবে শশধর বোসের চরিত্রে। রুদ্রনীল ঘোষকে দেখা যাবে নিশিকান্ত সরকারের ভূমিকায়।
সূত্র : হিন্দুস্তান টাইমস
]]>