রাজধানীতে বিদেশি পিস্তলসহ গ্রেফতার ১

<![CDATA[
রাজধানীর ওয়ারী থেকে বিদেশি পিস্তলসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) ওয়ারীর বাবলী রোজ গার্ডেন এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করে র্যাব-১০ এর একটি দল।
গ্রেফতার ব্যক্তি হলেন- কাজী মাইদুল ইসলাম ওরফে তায়েফ (৩৮)। তিনি মুন্সীগঞ্জের শ্রীনগর থানার ষোলঘর এলাকার গাজী সিরাজুল ইসলামের ছেলে।
এ সময় তার কাছে থাকা একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি, একটি মোবাইল ফোন, ও ৩ হাজার ৯০ টাকা উদ্ধার করা হয়।
আরও পড়ুন : সাভারে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার
র্যাবের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী। সে দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় পিস্তলের ভয় দেখিয়ে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও ছিনতাই করে আসছিল।
তার বিরুদ্ধে থানায় ওয়ারী থানা সংশ্লিষ্ট আইনে একটি মামলা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
]]>
Source link