মেয়ে-শাশুড়ির পর মারা গেলেন আহত যুবক
<![CDATA[
গাজীপুরের শ্রীপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মেয়ে ও শাশুড়ির পর মারা গেলেন আহত যুবক বাবুল মিয়া (৩০)।
বুধবার (১৮ জানুয়ারি) রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বাবুল উপজেলার মাওনা ইউনিয়নের শিরিশগুড়ি গ্রামের বাসিন্দা।
এর আগে সন্ধ্যা সাড়ে পাঁচটায় উপজেলার বদনীভাঙ্গা-গাজীপুর আঞ্চলিক সড়কের চুক্কাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বাবুলের মেয়ে নুসরাত (৭) ও তার শাশুড়ি উপজেলার বদনীভাঙ্গা গ্রামের মজমের চালা এলাকার মৃত আব্দুস ছোবহানের স্ত্রী বাছিরন (৫০) মারা যান।
আরও পড়ুন: গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নানি-নাতনি নিহত
পুলিশ জানায়, বাবুল তার মেয়ে ও শাশুড়িকে নিয়ে শশুড়বাড়ি থেকে ফিরছিলেন। পথে বদনীভাঙা এলাকার তাদের বহনকারী মোটরসাইকেলটি লাকড়ি বোঝাই একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান শাশুড়ি বাছিরন। হাসপাতালে নেয়ার পথে মারা যান বাবুলেন মেয়ে নুসরাত। বাবুল মিয়াকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে রাতে তারও মৃত্যু হয়। ঘাতক ট্রাকটি জব্দ করে রেখেছে জনতা।
আরও পড়ুন: রাজবাড়ীতে বাসচাপায় বাইসাইকেল চালক নিহত
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
]]>