বাংলাদেশের মানুষ খেলাটাকে ভালোবাসে: ম্যাক্স ও’দাউদ
<![CDATA[
প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে এসেছেন নেদারল্যান্ডসের ম্যাক্স ও’দাউদ। ক্রিকেটের প্রতি এদেশের মানুষের যে আগ্রহ, তাতে অভিভূত তিনি। বলেছেন, বাংলাদেশের মানুষ ক্রিকেটটাকে খুব ভালোবাসে।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগাররা প্রথম জয়টা পেয়েছিল দাউদের নেদারল্যান্ডসের বিপক্ষে। সেই দাউদ খেলছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে। সময় সংবাদের সঙ্গে সাক্ষাৎকারে তিনি কথা বলেন বিশ্বকাপ প্রসঙ্গ নিয়েও।
আরও পড়ুন: তরুণ ব্যাটারদের পারফরম্যান্সে মুগ্ধ বিসিবি
দাউদ বলেন, ‘বিশ্বকাপটা আমাদের খুব ভালো গেছে। একমাত্র বাংলাদেশ ম্যাচটাই আমরা খারাপ খেলেছি। তবে তাসকিনকে কৃতিত্ব দিতেই হবে। তার বোলিংটাই পার্থক্য গড়ে দিয়েছিল। যদিও, ডি লিড, কুপার বা আমি থাকলে অন্য কিছু হতেও পারত। কথা দিচ্ছি, এরপর তোমাদের সঙ্গে খেললে হারানোর চেষ্টা করব।’
বাংলাদেশের মতো ক্রিকেট সংস্কৃতি নেই ডাচদের। সেখানে ফুটবল, হকির পর এর অবস্থান। তাই ক্রিকেট নিয়ে বাংলাদেশের মানুষের উন্মাদনা তাকে অভিভূত করেছে। গ্যালারি ভর্তি দর্শক, মানুষের চিৎকার, ক্রিকেটারদের এক নজর দেখার জন্য তাদের আকুতি অবাক করেছে তাকে।
এ সম্পর্কে দাউদ বলেন, ‘এখানকার মানুষের ক্রিকেট নিয়ে উন্মাদনা অবিশ্বাস্য। আমি জীবনে এমন দৃশ্য দেখিনি। কে খেলছে, কে কোন টিম সাপোর্ট করছে, কোনো কিছুই ম্যাটার করছে না। সবাই মাঠে চিয়ার করছে। অসাধারণ। আমার সবসময় স্বপ্ন ছিলো এমন কোথাও ক্রিকেট খেলবো যেখানে মানুষ খেলাটাকে ভালোবাসে।
আরও পড়ুন: নিজের ব্যাটিং দেখে কী ভাবেন লিটন?
নেদারল্যান্ডসের ক্রিকেট পরিস্থিতি বদলাবে বলে বিশ্বাস ম্যাক্সের। তিনি ও তার ডাচ সতীর্থরা এখন খেলছেন বিপিএল, ইন্টারন্যাশনাল প্রিমিয়ার লিগসহ বেশ কয়েকটি টুর্নামেন্টে। এটা চলতে থাকলে নেদারল্যান্ডসেও জনপ্রিয় হয়ে উঠবে খেলাটা। তাহলেই হয়তো কোনো একদিন টেস্ট খেলার সুযোগ পেয়ে যাবেন কমলা আর্মিরা। দাউদ বলেন, ‘টেস্ট ক্রিকেট খেলতে না পারার দুঃখ আমাদের সবার। কিন্তু ধীরে ধীরে সবাই ক্রিকেটের প্রতি আগ্রহী হচ্ছে। এভাবে চলতে থাকলে আমাদের এখানেও উন্মাদনা বাড়বে। তখন হয়তো ডাচরাও লাল বলে খেলবে। আমি সেদিনের স্বপ্ন দেখছি।’
]]>