নিরাপত্তা পর্যবেক্ষণে বাংলাদেশে ইসিবির প্রতিনিধি দল

<![CDATA[
আগামী মাসে বাংলাদেশে আসবে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল। থ্রি লায়ন্সদের সফরের আগে নিরাপত্তা ও সার্বিক বিষয় পর্যবেক্ষণে বাংলাদেশে অবস্থান করছেন দুই সদস্যের একটি দল। এক দিনের ব্যবধানে প্রথমে চট্টগ্রাম ও বুধবার (১৮ জানুয়ারি) মিরপুরের হোম অব অব ক্রিকেট ঘুরে দেখেন তারা।
রুটিন পর্যবেক্ষণের পর আপাতত সন্তুষ্টি প্রকার করেছে দুই ইংলিশম্যান। চাহিদা-শর্ত পূরণ করতে, বিসিবিও নিজেদের চেষ্টা চালিয়ে যাচ্ছে সর্বোচ্চ। প্রাথমিকভাবে প্রত্যাশা, পূর্ণশক্তির দল নিয়েই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসবে জো রুট-বাটলাররা।
গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘আপনারা জানেন যে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দলগুলো যখন বাংলাদেশ সফরে আসে তার আগে তাদের একটি প্রতিনিধি দল সবকিছু পর্যবেক্ষণ করে যায়। সেরকমই ইংল্যান্ডের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে। ইংল্যান্ড দল এখানে এসে যে সকল সুবিধা নেবে, সেগুলোই তারা পরিদর্শন করেছে। আমাদের সঙ্গেও কয়েকটা মিটিং ছিল। সবকিছু দেখা শেষে কাল তারা বিস্তারিত জানাবেন। আমার মনে হয়, তারা পূর্ণশক্তির দলই পাঠাবে।’
আরও পড়ুন: বাংলাদেশ ক্রিকেটের হেড অব প্রোগ্রাম হচ্ছেন ডেভিড মুর
ইংল্যান্ড সিরিজের আগেই বড় পরিবর্তনের ভেতর দিয়ে যাচ্ছে বিসিবি। কেবল প্রধান কোচ নয়, ঢেলে সাজানো হচ্ছে পুরো চেইন অব কমান্ডকে। বয়সভিত্তিক দল থেকে শুরু করে এইচপি ও জাতীয় দলের মধ্যে সমন্বয় করতে, হেড অব প্রোগ্রামস হিসেবে ডেভিড মুরকে নিয়োগের ব্যাপারটা প্রায় চূড়ান্ত। হেডকোচ নিয়োগ হলেই দায়িত্ব পালন শুরু করবেন এই অস্ট্রেলিয়ান। এছাড়াও খেলোয়াড়দের ফিটনেস ও মেডিক্যাল দিকগুলো দেখভাল করতে, কাজ শুরু করেছেন জুলিয়ান ক্যালেফাতো।
এ বিষয়ে সুজন বলেন, ‘হেড অব প্রোগ্রাম, আমাদের যে প্রোগ্রামগুলো আছে সেগুলো নিয়ে কাজ করবেন। হাইপারফরম্যান্স প্রোগ্রাম, বাংলাদেশ টাইগার্স প্রোগ্রাম এছাড়া আমাদের জাতীয় দলের মধ্যে সেতুবন্ধ হিসিবে কাজ করবেন হেড অব প্রোগ্রাম। ক্যালেফাতো খেলোয়াড়দের ফিটনেস এবং অন্যান্য বিষয় নিয়ে কাজ করবেন।’
আরও পড়ুন: হ্যাটট্রিক জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ
আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশে পা রাখবে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল। ১ মার্চ মিরপুরে শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু প্রথম ওয়ানডে।
]]>
Source link