গরু চুরির অপরাধে মাংস বিক্রেতার স্ত্রীর কারাদণ্ড
<![CDATA[
দিনাজপুরের বিরামপুরে গরু চুরির অপরাধে ইয়াসমিন আক্তার (১৯) নামে এক নারীকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত ইয়াসমিন আক্তার উপজেলার দিওড় ইউনিয়নের নুর ইসলামের স্ত্রী। তার স্বামী পেশায় মাংস বিক্রেতা (কসাই)।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে মোটরসাইকেল চোরচক্রের প্রধানসহ গ্রেফতার ৫
স্থানীয়দের বরাতে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, মঙ্গলবার (১৭ জানুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার বৈদাহার গ্রামের আজমল হোসেন নামে এক ব্যক্তির বাড়ি থেকে গরু চুরির চেষ্টা করেন ইয়াসমিন। এ সময় শব্দ শুনে গরুর মালিক আজমল হোসেনের সন্দেহ হয়। পরে সে তার পরিবারের লোকজনকে হাক-ডাক করে ওই নারীকে ধরে ফেলে।
আরও পড়ুন: মহেশপুর সীমান্তে চোরাকারবারি আটক
বাড়ির মালিক আজমল হোসেন বলেন, বাড়ি থেকে গরু চুরি করার সময় ইয়াসমিন নামে ওই মেয়েকে আমরা হাতে নাতে আটক করেছি। গত বছরের ১৬ ডিসেম্বর রাতে আমার বাড়ি থেকে আরও একটি গরু হারিয়েছে। আমার ধারণা ওই গরুটিও এই ইয়াসমিন চুরি করেছিল। ওর স্বামী কসাই হওয়ার সুবাদে চুরি করা গরু তারা জবাই করে মাংস বিক্রি করে।
বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার বলেন, গরু চুরির অপরাধে ৩৫৬ ধারায় ইয়াসমিন আক্তার নামে ওই নারীকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
]]>